করোনা উপসর্গ নিয়ে হাসপাতলে গিয়েই গৃহবধূর মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ১৮:৪২

পটুয়াখালীর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে আসা মাত্রই শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে নার্গিস আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নার্গিস আক্তার উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের ফোরকান হাওলাদারের স্ত্রী।

স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, সোমবার সকালে নার্গিস আক্তারকে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসক শামীমা আক্তার হীরার চেম্বারে নিয়ে আসেন তার স্বজনরা। এ সময় নার্গিস আক্তারের শরীরের অক্সিজেন মাত্রা কম থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে অক্সিজেন দেন। চিকিৎসা শুরুর কিছু সময় পরেই মারা যান নার্গিস আক্তার।

চিকিৎসক শামীমা আক্তার হীরা বলেন, ‘রোগীকে একদম মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। রোগীর শরীরে করোনার যে উপসর্গ দেখা গেছে তাতে মনে হচ্ছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন।’

(ঢাকাটাইমস/২আগস্ট/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :