কুড়িগ্রামে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ আগস্ট ২০২১, ২১:০০ | প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ২০:২৯

অনুপ্রবেশের দায়ে শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিক আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার বিকাল ৩টার দিকে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিজিবি আটককৃতদের মধ্যে পাঁচ জন পুরুষ, দুজন নারী, একজন কিশোর এবং দুজন শিশুকে ভূরুঙ্গামারী থানায় সোর্পদ করেন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৪ টায় ১০ বাংলাদেশি নাগরিক ভারত হতে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের ১৯২ বিএসএফের দুর্গানগর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের নিকট আটক হয়। তারা সকলেই ভারতের একটি ইটভাটা শ্রমিকের কাজ করত।

লালমনিরহাট জেলার অধিনে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপি ক্যাম্প এবং ভারতের ১৯২ বিএসএফের দুর্গানগর ক্যাম্পের সীমান্ত মেইন পিলার ৯৫৮/১০ এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বোর্ডহাট নামক স্থানে বিএসএফের আহবানে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় অনুপ্রবেশকারী ১০ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকের নেতৃত্ব দেন ১৯২ বিএসএফ দুর্গানগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ওমেস চন্দ্র এবং ১৫ বিজিবির বাগভান্ডার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী।

আটককৃতরা হলেন- নাগেশ^রী উপজেলার স্কুল হাটের খারুগঞ্জ গ্রামের আব্দুল মান্নান (৬৫), তার স্ত্রী খোদেজা বেগম (৪০), ডাগলা বাজারের মুক্তারকুরি গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম (২৭), তার স্ত্রী জুলেখা বেগম (২৫), সন্তান সুমাইনা খাতুন (০৫) এবং ফুলবাড়ি উপজেলার গংগারহাটের বানিয়াটারি গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম (৪০), তার স্ত্রী আমিনা বেগম (৩৫), সন্তান আরিফুল ইসলাম (১৬), আরমান(০৫), গংগারহাটের সামপুর গ্রামের বাসিন্দা হাফিজুল ইসলাম (২৭)।

বাগভান্ডার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অনুপ্রবেশকারী বাংলাদেশের নাগরিকদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বিজিবি ১০ জন বাংলাদেশিকে সন্ধ্যায় থানায় হস্তান্তর করেছে।

(ঢাকাটাইমস/২জুলাই/এলএ)

কুড়িগ্রামে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

অনুপ্রবেশের দায়ে শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিক আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার বিকাল ৩টার দিকে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিজিবি আটককৃতদের মধ্যে পাঁচ জন পুরুষ, দুজন নারী, একজন কিশোর এবং দুজন শিশুকে ভূরুঙ্গামারী থানায় সোর্পদ করেন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৪ টায় ১০ বাংলাদেশি নাগরিক ভারত হতে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের ১৯২ বিএসএফের দুর্গানগর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের নিকট আটক হয়। তারা সকলেই ভারতের একটি ইটভাটা শ্রমিকের কাজ করত।

লালমনিরহাট জেলার অধিনে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপি ক্যাম্প এবং ভারতের ১৯২ বিএসএফের দুর্গানগর ক্যাম্পের সীমান্ত মেইন পিলার ৯৫৮/১০ এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বোর্ডহাট নামক স্থানে বিএসএফের আহবানে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় অনুপ্রবেশকারী ১০ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকের নেতৃত্ব দেন ১৯২ বিএসএফ দুর্গানগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ওমেস চন্দ্র এবং ১৫ বিজিবির বাগভান্ডার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী।

আটককৃতরা হলেন- নাগেশ^রী উপজেলার স্কুল হাটের খারুগঞ্জ গ্রামের আব্দুল মান্নান (৬৫), তার স্ত্রী খোদেজা বেগম (৪০), ডাগলা বাজারের মুক্তারকুরি গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম (২৭), তার স্ত্রী জুলেখা বেগম (২৫), সন্তান সুমাইনা খাতুন (০৫) এবং ফুলবাড়ি উপজেলার গংগারহাটের বানিয়াটারি গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম (৪০), তার স্ত্রী আমিনা বেগম (৩৫), সন্তান আরিফুল ইসলাম (১৬), আরমান(০৫), গংগারহাটের সামপুর গ্রামের বাসিন্দা হাফিজুল ইসলাম (২৭)।

বাগভান্ডার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অনুপ্রবেশকারী বাংলাদেশের নাগরিকদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বিজিবি ১০ জন বাংলাদেশিকে সন্ধ্যায় থানায় হস্তান্তর করেছে।

(ঢাকাটাইমস/২জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :