ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজন হাসপাতালে

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ২০:৩৫

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস

ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চারজন ভর্তি হয়েছেন।
আক্রান্তরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার অ্যাডভোকেট আতিকুর রহমান (৪০), ময়মনসিংহ নগরীর নওমহল এলাকার খায়রুল বাসার (৪০), ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জের ওহাব আলী (৬৫) । এছাড়াও এক মেডিকেল শিক্ষার্থী।
সোমবার বিকালে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিষয়ক মুখপাত্র ডা. হরিমোহন পণ্ডিত নিউটন এ তথ্য নিশ্চিত করেন। বলেন, ‘হাসপাতালের তৃতীয় তলার ১৫ নম্বর মেডিসিন ইউনিটে তিনজন ও ১৪ নম্বর ওয়ার্ডে একজন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে তিনজন ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করতেন।’
তবে ডা. হরিমোহন পণ্ডিত নিউটন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা মেডিকেল শিক্ষার্থী বিষয়ে তিনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
(ঢাকাটাইমস/২জুলাই/এলএ)