চীনে বন্যায় মৃত্যু সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ২১:২৪ | আপডেট: ০২ আগস্ট ২০২১, ২১:২৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
ছবি: সংগৃহীত

চীনের হেনান প্রদেশে ভয়াবহ বন্যায় মৃত্যু সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। কমপক্ষে ৫০ জন নিখোঁজ রয়েছেন। বন্যায় কমপক্ষে ১৩ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিম্নপক্ষে ৯ হাজার বাড়িঘর  ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বর্ষণের কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্মকর্তারা। সূত্র: বিবিসি।

ঝেংঝু শহরে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে। এখানে পাতাল রেলের স্টেশন ডুবে গিয়েছিল। বন্যার পানিতে গাড়ি ভেসে যেতে দেখা যায়। এই শহরে মাত্র তিনদিনে এক বছরের বৃষ্টি হয়েছে বলে খবরে বলা হয়েছে।

সোমবার ঝেংঝু শহরের মেয়র হোউ হং সংবাদ সম্মেলনে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘একটি আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্ক থেকে ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শহরের লাইন-৫ সাবওয়ে সিস্টেম ডুবে যাওয়ায় মারা গেছেন ১৪ জন।’

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রেনের মধ্যে পানি। আর সেই পানির মধ্যে মানুষ কোনোরকম মাথা উঁচু করে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন।

চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং ‘জীবন হারানো ও সম্পত্তি ধ্বংসের’ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

(ঢাকাটাইমস/২ আগস্ট/এসইউএল)