গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এনএসআইয়ের সাবেক ডিজি করোনা আক্রান্ত

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ২১:২৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ফাঁসির সেলে থাকা এনএসআইয়ের সাবেক ডিজি আব্দুর রহিম করোনাভাইরাসে আক্রান্ত  হয়েছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলার এ আসামি বর্তমানে ঢাকা সোহরাওয়ার্দী  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, সম্প্রতি আব্দুর রহিমের দেহে করোনা উপসর্গ দেখা দিলে কারা হাসপাতালেই এনটিজেন পরীক্ষা করা হয়। এতে আব্দুর রহিমের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তার শরীরিক অবস্থার অবনতি হলে ৩১ জুলাই তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে সেদিনই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেলার আবু সায়েম জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামি ২০১৮ সাল থেকে এ কারাগারেই রয়েছেন।

(ঢাকাটাইমস/২জুলাই/এলএ)