ধামরাইয়ে লকডাউন অমান্যে ২৬ জনকে জরিমানা

প্রকাশ | ০২ আগস্ট ২০২১, ২১:৩৯ | আপডেট: ০২ আগস্ট ২০২১, ২১:৫৩

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকার ধামরাইয়ে সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৬টি মামলায় ২৫ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দিনব্যাপী ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন দুই নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড শেখ নুরুল আলম চয়ন।

এসময় লকডাউনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ধামরাই বাজারের সিদ্দিকী সুপার মার্কেটের কয়েকটি দোকান ও স্বাস্থ্যবিধি অমান্য করে ঘোরাঘুরি করায় জরিমানা করেন তারা। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় ২৬টি মামলায় জরিমানা করা হয় ২৫ হাজার ৭০০ টাকা। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউন সারাদেশে পালিত হচ্ছে। লকডাউনের সরকারি বিধিনিষেধ বাস্তবায়ন করতে আমরা উপজেলা প্রশাসন সারাক্ষণ মাঠে কাজ করে যাচ্ছি। লকডাউনের শেষদিন পর্যন্ত আমরা মাঠে আছি বিধিনিষেধ বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২জুলাই/এলএ)