দুই ডোজ টিকা নিয়েও করোনায় গাইনি বিশেষজ্ঞের মৃত্যু

প্রকাশ | ০৩ আগস্ট ২০২১, ০৯:১৬ | আপডেট: ০৩ আগস্ট ২০২১, ১০:৫৭

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

করোনাভাইরাস প্রতিরোধের দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া রশীদ শাফি।

সোমবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৬ বছর।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জাকিয়া টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার বাসিন্দা ও বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের ব্রিগেডিয়ার মিজানুর রহমানের স্ত্রী। এ ঘটনায় মরহুমার পরিবারসহ টাঙ্গাইলের চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ডা. শফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে জাকিয়া রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। অবস্থার অবনতি হলে গত রবিবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। জাকিয়া রশীদ করোনাভাইরাসের দুটি ভ্যাকসিন নিয়েছিলেন বলে জানান ডা. শফিকুল।

এর আগে গত ৯ জুলাই জেলার মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ) মাজেদ আলী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এনিয়ে জেলায় দুই চিকিৎসকের মৃত্যু হলো।

ঢাকাটাইমস/৩আগস্ট/প্রতিনিধি/এমআর