মেসিকে নিয়ে প্রতি রাতে মধুর স্বপ্ন দেখেন লাপোর্তা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ১০:৩৬

ফ্রি এজেন্ট হওয়ার অনেকদিন হলেও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এখনো ক্লাবের সঙ্গে চুক্তি না করায় ভক্তদের মনে ভীতির সৃষ্টি হয়েছে। তবে সবাইকে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন বার্সেলোনা ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। খুব দ্রুতই মেসি চুক্তিতে আসবেন বলে তিনি জানান। আর মজার ছলে এটাও বলেন যে, তিনি নাকি প্রতিদিন রাতেই মেসিকে নিয়ে মধুর স্বপ্নও দেখেন।

গত ৩০ জুন স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়েছে ফুটবলের জাদুকর লিওনেল মেসির। এরপর এই তারকা ফুটবলার ব্যস্ত ছিলেন কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে। সেখানে সফল একটি টুর্নামেন্ট সম্পন্ন করতে পেরেছেন তিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দেশের হয়ে প্রথমবার শিরোপা জেতার স্বাদ পেয়েছেন মেসি।

এরপর থেকেই অরসব সময় স্ত্রী-সন্তানদের সঙ্গে কাটাচ্ছেন তিনি। আর এভাবে প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেল। অথচ এর মধ্যে ক্লাবের সঙ্গে ছয়বারের ব্যালন ডিঅর জয়ীর চুক্তি হওয়ার কথা ছিল। সেটা না হওয়ায় বেড়েছে দুশ্চিন্তা।

তবে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা জানান, সব প্রক্রিয়া ঠিক পথেই চলছে। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা সাধ্যের সব কিছুই করছি। সব এগোচ্ছেও ঠিকঠাক। সব পক্ষই বিশ্বাস করে, নতুন চুক্তিটা হচ্ছেই।’

এ বিষয়ে মেসি এখনো নিজে থেকে কিছুই বলেনি। তবে আর্জেন্টাইন তারকা বার্সেলোনাতেই থাকবেন বলে লাপোর্তা বিশ্বাস করেন। এ বিষয়ে বার্সা সভাপতি জানান, ‘লিও বার্সায় থাকতে চায় এবং আমরা যা পারি তার সবটুকু করব। আসল কথা হলো, এখানে থেকে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়াটাই তার কাছে অগ্রাধিকার পাচ্ছে। আর এজন্য আমাদের খুশি হওয়া উচিত।’

খানিক পরেই একটু মজাই করলেন লাপোর্তো। আর বলেন, ‘প্রতি রাতেই আমি মেসিকে নিয়ে মধুর স্বপ্ন দেখি এবং আশা করি এভাবেই দেখে যাব।’

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :