সিরিজ বাতিল নয়, সূচিতে আসতে পারে পরিবর্তন

প্রকাশ | ০৩ আগস্ট ২০২১, ১১:২৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আইপিএলের বাকি অংশ। আর সেখানে জো রুটটের খেলানোর জন্যই নাকি বাংলাদেশ-ইংল্যান্ড মধ্যকার সিরিজটি বাতিল করা হবে। সম্প্রতি এমন সংবাদ শোনা যাচ্ছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরি সুজন বললেন ভিন্ন কথা।  বাতিল নয়, আসন্ন সিরিজের সূচিতে আসতে পারেন পরিবর্তন।

আজ(শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজটি শেষ হওয়ার পরও অবসর সময় কাটানোর সুযোগ নেই বাংলাদেশি ক্রিকেটারদের। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে রয়েছে আরেকটি সিরিজ। তবে সেই সিরিজের সময়-সূচিতে পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন নিজামুদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরটি কোনোভাবেই বাতিল হওয়ার সম্ভাবনা নেই। আমাদের সঙ্গে ইসিবির কয়েকদিন ধরেই কথা হচ্ছে। ওদের খেলোয়াড়রা ব্যস্ত সূচির ভেতরে আছে। টানা খেলা আর বায়ো বাবলে থেকে ইংলিশ ক্রিকেটাররাও ক্লান্ত।’

এই বিসিবি কর্মকর্তা আরও বলেন, ‘যদি দুই বোর্ড সমঝোতায় পৌঁছতে পারে, তাহলে একটা সুবিধাজনক সময়ে এটা নতুন সূচিতে করা হবে। যদি সেটা করা যেতে পারে, তাহলেই সফরসূচিতে বদল আসবে, অন্যথায় না। যেহেতু ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের খেলাও আছে এর মধ্যে, তাই নির্ধারিত সময়ের মধ্যে নতুন সূচি করা যায়, তাহলে হবে। অন্যথায় বদল হবে না কোনো।’

সিরিজটি অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেন বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘এখন পর্যন্ত আলোচনা ইতিবাচক দিকেই আগাচ্ছে। তাদের সফর বাতিলের কোন সম্ভাবনাই নেই। এটা নতুন সূচিতে হতে পারে। বাতিলের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই। যদি নতুন সূচি হয়, তাহলে সেরা সুনিশ্চিত তারিখসহ হবে। নয়তো যে সূচিতে আছে, সেভাবেই হবে।’

 (ঢাকাটাইমস/০৩আগস্ট/এমএম)