বগুড়ায় করোনা ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৩:৪০ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ১৩:০২

বগুড়ায় করোনা এবং উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গে মারা গেছেন ৮ জন। গত ২৪ ঘন্টায় বগুড়ার তিনটি হাসপাতাল এবং বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার বেলা ১১টায় অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সদরের শামীম আরা (৬০), দুপচাঁচিয়ার শ্রী মুক্তা (১৭) এবং সারিয়াকান্দির মওদুদ আহমেদ (৭০)। এর মধ্যে মওদুদ আহমেদ নিজ বাড়িতে মারা যান।

ডা. তুহিন জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরপর নতুন করে আরও ৮১ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৯ হাজার ২০১ জন। সুস্থ হয়েছে ১৭ হাজার ২১৯ জন। মারা গেছে ৫৮৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩৯৭ জন।

(ঢাকাটাইমস/৩ আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :