যশোরে করোনায় আরও ৭ মৃত্যু, নতুন শনাক্ত ১৬৬

প্রকাশ | ০৩ আগস্ট ২০২১, ১৩:২৯ | আপডেট: ০৩ আগস্ট ২০২১, ১৩:৩৮

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় সাত জনের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার ৭৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২১.৭৫ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৯০ জন, কেশবপুরে ৫ জন, ঝিকরগাছায় ১৪ জন, অভয়নগরে ২২ জন, মনিরামপুরে ৫ জন, বাঘারপাড়ায় ৫ জন, শার্শায় ১৬ জন এবং চৌগাছা উপজেলায় ৯ জন।

জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৯ হাজার ১৪৪ জন, সুস্থ হয়েছে ১৫ হাজার ১০২ জন। করোনা পজেটিভ রোগী মারা গেছে ৩৬১ জন।

যশোর জেনারেল হাসপাতালে সাত জন করোনায় মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৯১ জন।

(ঢাকাটাইমস/৩ আগস্ট/পিএল)