চীনে আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৩:৪৭ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ১৩:৩৮

চীনের দুটি প্রদেশসহ বেশ কিছু অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ এসব অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশ ও উত্তর-পশ্চিমের কিংহাই প্রদেশে সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ‘হলুদ সংকেত’ জারি করেছে পানিসম্পদ মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তর।

কর্তৃপক্ষ আরও সতর্ক করে বলেছে যে, এই আকস্মিক বন্যার ফলে অন্য অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। এ জন্য হেইলংজিয়াং, ঝেজিয়াং, গুয়াংডং ও গানসুরের কিছু এলাকায় নীল সতর্কতা জারি করা হয়েছে।

চীনে আবহাওয়া সতর্কবার্তায় চারটি রঙের সংকেত ব্যবহার করা হয়ে থাকে। এরমধ্যে লাল সবচেয়ে মারাত্মক সংকেত হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া গুরুত্ব অনুযায়ী কমলা, হলুদ ও নীল পর্যায়ক্রমে ব্যবহার করা হয়।

(ঢাকাটাইমস/৩আগস্ট/কেআর/একে)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :