দেড় বছর পর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৪:৫১ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ১৪:১২

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও আপাতত সেটা আর হচ্ছে না। সেটা পিছিয়ে গেল প্রায় দেড় বছর। সেপ্টেম্বরের ইংল্যান্ডের সফর পিছিয়ে গেছে ২০২৩ সালের মার্চ মাসে। দুদেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজ শুরুর একদিন আগে হুট করে শোনা যায় ইংল্যান্ড-বাংলাদেশ মধ্যকার সিরিজটি বাতিল হতে যাচ্ছে। পরে অবশ্য জানা যায় বাতিল নয়, পিছিয়ে যেতে পারে এই সিরিজটি। তবে সেটা যে একদম দেড় বছর পিছিয়ে যাবে, সেটা হয়তো ভাবেননি কেউই।

এই সফরে বিশ্বকাপ সুপার লিগের তিন ওয়ানডে ও এর বাইরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। ইসিবি জানিয়েছে ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দুই সিরিজের খেলা।

উল্লেখ্য, জিম্বাবুয়ে সফরে একটি পূর্ণাঙ্গ সফল সিরিজ শেষ করে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এ মাসের শেষ দিকেই পাঁচটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসার কথা নিউজিল্যান্ডের। প্রস্তুতি ম্যাচসহ তাদের সফরটি হবে প্রায় দুই সপ্তাহের। এরপর ছিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি। কিন্তু ইংলিশরা আপাতত আসছেন না। ফলে কিছুদিন অবসর সময় কাটানোর সুযোগ পাবেন টাইগাররা।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :