ব্যাংক খাতের হাসিতে বড় উত্থানে পুঁজিবাজার

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ১৫:০৪

দেশের দুই পুঁজিবাজারের সবকটি সূচক পাশাপাশি বাড়তে দেখা গেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। দিনটিতে বাড়তে দেখা গেছে ব্যাংক খাতের ৯৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর। ব্যাংক খাতের এমন হাসির দিনে পুঁজিবাজারে দেখা গেছে বড় উত্থান। তবে দিনটিতে প্রকৌশল ও বস্ত্র খাতে লেনদেন হয়েছে বেশি। এই দুই খাতে রেনদেন হয়েছে ডিএসইর মোট লেনদেনের ২৬ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ব্যাংক খাতের ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে মেয়ার দর বাড়তে দেখা গেছে ৩০টির। অপরিবর্তিত রয়েছে মাত্র একটি ব্যাংকের শেয়ার দর। এই খাতে আজ লেনদেন হয়েছে ২৪৩ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের সাড়ে ১০ শতাংশ।

জানা গেছে, মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মোট লেনদেন হয়েছে দুই হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ ২৫ হাজার টাকা। এর আগে দিনের তুলোনায় ১২৭ কোটি টাকা বেশি।আগেরদিন ডিএসইতে লেনদেন হয়েছিলো দুই হাজার ১৮৭ কোটি টাকা।

দিনটিতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৫৩৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪২৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৩৬৬ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

মঙ্গলবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন হয়েছে ৮০ কোটি ১১ লাখ ৪৬ হাজার ৫৮৬ টাকা, যা আগের দিনের তুলনায় ৩৫ কোটি টাকা বেশি। দিনটিতে সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৫টির। কমেছে ১৪১টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৪ পয়েন্টে। সিএসই-এক্স সূচক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৪১১ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮২০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৭৯ পয়েন্টে। সিএসআই ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১২ পয়েন্টে।

আজ ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি আজ মোট লেনদেন করেছে ১০৯ কোটি ৪৬ লাখ ১৯ হাজার টাকা। এছাড়াও লেনদেনে এগিয়ে রয়েছে আই্এফআইসি ভ্যাংক লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড, জেনারেশন নেক্সট লিমিটেড, ফু ওয়াং সিরামিকস লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

(ঢাকাটাইমস/৩আগষ্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :