হেলেনা মন্ত্রীর নাম ভাঙিয়েছেন কি না খতিয়ে দেখছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ১৬:১৭

মদ ও হরিণের চামড়াসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নাম ভাঙিয়ে কোনো স্বার্থ হাসিল করেছেন কি না তা খতিয়ে দেখছে র‌্যাব।

মঙ্গলবার বিকালে র‌্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানান।

মুক্তিযোদ্ধা মন্ত্রীর সঙ্গে জয়যাত্রা টেলিভিশনের কোনো সম্পর্ক আছে কি-না এমন প্রশ্নের জবাবে র‌্যাব মুখপাত্র বলেন, ‘হেলেনা জাহাঙ্গীরের আইপি টেলিভিশন হলেও তিনি দাবি করেন, এটা স্যাটেলাইট টেলিভিশন। এখানেই তো উনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। তিনি (হেলেনা) বিভিন্ন সময় উদ্দেশ্যেপ্রণোদিতভাবে তার টেলিভিশনে বিশিষ্ট ব্যক্তিবর্গকে হাজির করতেন। আমরা দেখেছি উনি বিভিন্নজনের সঙ্গে ছবি ব্যবহার করতেন উনার স্বার্থ হাসিলের জন্য বা মানুষের সঙ্গে প্রতারণার জন্য। মন্ত্রীর নাম ব্যবহার, এটাই সেই ধরনের প্রতারণার অংশ কি না গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সংস্থা খতিয়ে দেখছে। যে টিভির কোনো অনুমোদন নেই, সেই টেলিভিশন ব্যবহার করে উনি বিভিন্ন সময় বড়ধরনের প্রতারণা করেছেন।’

র‌্যাব মুখপাত্র জানান, ‘ভয়ংকর প্রতারক শাহেদ করিম দেশের উচ্চ পর্যায়ের বিভিন্ন মানুষের সঙ্গে ছবি তুলে প্রতারণা করতেন। হেলেনা জাহাঙ্গীরও এই ধরনের প্রতারণা করেছেন। তিনি মন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা করেছেন কি না খতিয়ে দেখা হচ্ছে।’

সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর গ্রেপ্তারের পর সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ পায়। সেখানে হেলেনা বলেন- জয়যাত্রা টেলিভিশন স্যাটেলাইট টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করল। চ্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী। তবে হেলেনা জাহাঙ্গীরের কর্মকাণ্ডে মন্ত্রী জড়িত নন দাবি করে বলেন, ‘তার (হেলেনা জাহাঙ্গীরের) আইপি টিভি বা কোনো কর্মকাণ্ডের সঙ্গেই আমি জড়িত নই। আর থাকবোই বা কেন?’

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘২০১৮ সাল থেকে জয়যাত্রা টিভি হংকং একটি ফ্রিকুয়েন্সি বা তরঙ্গ ব্যবহার করে সম্প্রচার করছিল। যা সম্পূর্ণ অবৈধ ছিল। এই ফ্রিকুয়েন্সির জন্য হংকংকে প্রতি মাসে প্রায় ছয় লাখ টাকা পরিশোধ করতে হতো।

এর আগে র‌্যারের অভিযানে মঙ্গলবার ভোরে হেলেনার দুই সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্লাহ নুরীকে গ্রেপ্তার বরে এলিট ফোর্স র‌্যাব।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :