অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ১৬:৫৩

কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকবে না দেশসেরা ওপেনার তামিম ইকবাল, অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। খেলতে পারবে না ড্যাশিং ওপেনার লিটন কুমার দাশও। তবে অজিদের বিপক্ষে সিরিজটি খেলতে প্রস্তুত রয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।

সিরিজ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিলেন ওপেনারে নাইম বা সৌম্য কোন কারণে খেলতে না পারলে টাইগারদের উদ্ধোধনী ব্যাটার হিসেবে দেখা যাবে সাকিব বা লিটনকে। জিম্বাবুয় সফর শেষে সৌম্য এখন ফিট আর নাইমও ফর্মে আছেন। তাই অধিনায়কের চিন্তার কারণ হবে না ওপেনাররা।

আজ সন্ধ্যায় শুরু হতে যাওয়া অধিনায়ক মাহমুদউল্লাহ দায়িত্ব নিয়ে উপরে খেললেও সাকিব নামতে পারে দলের তিন নম্বর ব্যাটিং পজিশনে। চারে অধিনায়ক নেমে দলের মিডল অর্ডারের দায়িত্ব দিতে পারে আফিফ-নুরুল-শামীমদের। ঘরের মাঠে স্পিনিং পিচের ভাবনা মাথায় রেখে নাসুম আহমেদ বা বাঁ-হাতি স্পিনার তাইজুলকে দেখা যেতে পারে একাদশে।

টাইগার পেস বোলিং ইউনিটে মুস্তাফিজুর রহমান ফিট থাকলে তাকে সঙ্গ দিতে পারেন তাসকিন। দলে অধিনায়কের পছন্দ হতে পারে বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

এদিকে,ব্যাটিংয়ে ওয়ার্নার-স্মিথ ছাড়াও নিয়মিত অধিনায়ক ফিঞ্চকে না পাওয়ায় খর্ব শক্তিতে পরিণত হলেও বোলিংয়ে সেরাদের দিয়ে সে ক্ষতি পূরণ করতে পারে অস্ট্রেলিয়া। দুর্দান্ত ফর্মে থাকা মিচেল স্টার্কের যোগ্য সঙ্গ দিতে পারে মিচেল মার্শ-জশ হ্যাজলউড। স্পিনার হিসেবে টার্নার-অ্যাডাম জাম্পা হুমকি হতে পারে। অজি অধিনায়ক ম্যাথু ওয়েড ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে ব্যাট করতে পারেন। দলে কার্যকরী ভূমিকা রাখতে পারেন মইসেস হেনরিকস-মিচেল মার্শ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাস মোটেও ভালো না! বিশ্বকাপের মঞ্চে চারবারের দেখায় প্রত্যেকবারই হেরেছে টাইগাররা। টেস্ট বাদে এবার প্রথমই কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলছে অজিরা। তবে শেষ পাঁচ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ এগিয়ে আছে অজিদের থেকে। শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ ২টি ম্যাচ জিতলেও অস্ট্রেলিয়া হেরেছে তাদের চার ম্যাচই।

অজি-টাইগারদের চারবারের দেখায় ব্যাট ও বল হাতে সেরা টাইগার অলরাউন্ডার সাকিব। রান সংগ্রহের দিক থেকে সাকিবের পরে আছেন মুশফিকুর রহিম এরপর আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সাকিব ৪ ম্যাচে ১২৩.২৭ স্ট্রাইকরেটে ৩৫.৭৫ এভারেজে নিয়েছেন ১৪৩ রান, সর্বোচ্চ ৬৬ রান। বল হাতেও দুই দলের ভিতর সাকিব উইকেট শিকারের দিক থেকে সবার উপরে। সাকিব ৪ ইনিংসে ১৩ ওভার বল ঘুরিয়ে ৫ উইকেট নেন যেখান বোলিং ইকোনমি ৭.৮৪ এক ইনিংসে সর্বোচ্চ উইকেট নেন ২৭ রান ৩ উইকেট।

তবে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ইতিহাস অনেক সমৃদ্ধ। টি টোয়েন্টিতে এখন পর্যন্ত তারা ১৪১ ম্যাচ খেলে জয় পেয়েছে ৭২ ম্যাচে। বিপরীতে হেরেছে ৬৬ ম্যাচে। ফল হয় নাই তিনটি ম্যাচে। অন্যদিকে বাংলাদেশ ১০২ ম্যাচ খেলে জয়ের থেকে হারের পাল্লাটাই ভারী। ৩৪ ম্যাচ জয়ের বিপরীতে হার ৬৬ ম্যাচে। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড আর সহযোগী সদস্য দেশগুলোর বিপক্ষেই আছে ২০ জয়। তবুও নিজেদের এই ফরম্যাটে ভালো দল হিসেবে দেখছেন প্রধান কোচ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ম্যাথু ওয়েড (অধিনায়ক), জশ ফিলিপ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, অ্যালেক্স ক্যারি/ মইসেস হেনরিকস, মিচেল মার্শ, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার ও অ্যাডাম জাম্পা।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :