মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

প্রকাশ | ০৩ আগস্ট ২০২১, ১৬:৫৯ | আপডেট: ০৩ আগস্ট ২০২১, ২০:৩৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

অলিম্পিক ফুটবলে সোনা জয়ের লক্ষ্যে এগোচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সেমিফাইনালে মেক্সিকোর বিপক্ষে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দেশটি। ২০১৬ সালের রিও অলিম্পিকে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো স্বর্ণ জিতে নেইমারের নেতৃত্বাধীন ব্রাজিল।

আজ মঙ্গলবার সেমিফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। ফল নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে সোনার মঞ্চে উঠেছে ব্রাজিল। একই দিনে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে স্পেন। আগামী ৭ আগস্ট ইকোহামা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

বিশ্বকাপ ফুটবল অন্যতম ফেভারিট দল ব্রাজিল প্রথমবারের মতো স্বর্ণের দেখা পায় ২০১৬ সালে। টোকিও অলিম্পিকের মেনস ফুটবলেও অন্যতম ফেভারিট গতবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো ব্রাজিল। কিন্তু আরানার দুর্দান্ত শট রুখে দেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক গিলেরমো ওচোয়া। ম্যাচের ২৮তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল, যদিও ভিএআরের সাহায্যে সেটিও বাতিল হয়।

দ্বিতীয়ার্ধেও ব্রাজিল-মেক্সিকো কেউ কারো জালে বল প্রবেশ করাতে পারেনি। ৯০ মিনিটেও ম্যাচ গোলশূন্য ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে ১২০ মিনিটের খেলাতেও অমিমাংসিত থেকে যায়। ফলে অনুমিত টাইব্রেকারে গড়ায় অলিম্পিক ফুটবলের সেমিফাইনাল। টাইব্রেকারে পেনাল্টিতে ৪-১ গোলে জিতে নিলো ব্রাজিল।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এইচএন)