ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৬৪ জন হাসপাতালে

প্রকাশ | ০৩ আগস্ট ২০২১, ১৭:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনা মহামারির প্রকোপের মধ্যে গত এক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬৪ জন। গতকাল সোমবার এক দিনে সর্বোচ্চ ২৮৭ জন আক্রান্ত হয়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু শনাক্ত হয়েছে তিন হাজার ৪৪৬ জনের দেহে। এর মধ্যে জুলাই মাসেই দুই হাজার ২৮৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়প্রাপ্ত পেয়েছেন দুই হাজার ৩৭০ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ২৬৪ জন। তাদের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ২৪৮ জন। আর ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ২৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৪৭ জন রোগী ভর্তি রয়েছেন।

ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

দেশের ইতিহাসে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। ওই বছর প্রথমবারের মতো ডেঙ্গু বিস্তৃত হয় ৬৪ জেলায়। সেসময় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ায় এবং এই রোগে আক্রান্ত হয়ে ১৪৮ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। যদিও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার হাসপাতাল ও চিকিৎসকদের কাছ থেকে আড়াইশর বেশি মানুষের এই রোগে মৃত্যুর খবর পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/আরকে/জেবি)