বন্দরনগরীতে সাবেক মেয়র নাছিরের ‘মানবতার ট্রাক’

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২০:৫৫ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ২০:৪৫

করোনা আক্রমণ ও চলমান লকডাউনে কর্মহীন হয়ে লাখো মানুষ মানবেতর জীবনযাপন করছে। দারিদ্রের নিষ্ঠুর কষাঘাতে চারিদিকে কেবল হাহাকার। এমন দুঃসময়ে রান্না করা খাবার নিয়ে নগর ঘুরে বেড়াচ্ছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ‘মানবতার ট্রাক’। তার ব্যক্তিগত অর্থায়নে নগরীর অভুক্ত মানুষের হাতে হাতে বিলিয়ে দেয়া হচ্ছে এই রান্না করা খাবার।

২৫ জুলাই থেকে প্রতিদিন নিয়মিত নগরীর বিভিন্ন পয়েন্টে এই ‘মানবতার ট্রাক’ মানুষের মাঝে খাবার বিতরণ করে যাচ্ছে। মঙ্গলববার বিকালে ৭নং পশ্চিম ষোলশহর, ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড আমিন জুট মিল এলাকার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন আ জ ম নাছির উদ্দীনের মানবতার ট্রাক।

নগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগ নেতা মো. ইসা, রায়হান ইউসুফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রশিদ লোকমান এই কর্মসূচির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা