চলনবিলে প্রশাসনের অভিযানে পাঁচ বানার বেড়া অপসারণ

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ২১:৪৭

নাটোরের সিংড়ার চলনবিলে প্রশাসনের অভিযানে পাঁচটি বানার বেড়া অপসারণ ও নয়টি সোঁতি-ভাদাই-চায়না দুয়ারি জাল আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে ইউএনও এমএম সামিরুল ইসলামের নির্দেশে বড়িয়া খাল, নাগরনদী ও চলনবিলের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রকিবুল হাসান।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, চলনবিলে কারেন্ট জালে মাছ শিকার হচ্ছে শিরোনামে প্রকাশিত সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে ইউএনও’র নির্দেশে বড়িয়া খাল, নাগরনদী ও চলনবিলের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বড়িয়া খাল, জেলারবাতা এলাকা থেকে ৩টি সোঁতিজাল ও ৫টি বানার বেড়া অপসারণ এবং নাগর নদী থেকে ৪টি ভাদাইজাল ও ২টি চায়না দুয়ারি জাল আটক করা হয়েছে। তবে এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের এই অভিযানকে অভিনন্দন জানিছেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটিসহ এলাকার জনসাধারণ।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :