বৃষ্টি বাধায় বন্ধ পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ২২:৩৬

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টি বাধায় বন্ধ রয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটিও। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় স্বাগতিকরা। এর আগে সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচটিও ভেসে যায় বৃষ্টিতে।

মঙ্গলবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নামেন ক্যারিবিয়ানরা। বৃষ্টি শুরু হওয়ার আগে ৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ৩০ রান করেছেন ক্যারিবিয়ানরা। দুই উদ্ধোধনী ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার (১২ বলে ১৭ রান) ও ক্রিস গেইল (৬ বলে ১২ রান) অপরাজিত আছেন।

গত ম্যাচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির জায়গায় দলে ঢুকেছিলেন হারিস রউফ। ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইসের পরিবর্তে খেলছেন আন্দ্রে রাসেল। আজও উভয় দলেই অপরিবর্তিত দল নিয়ে খেলতে নামে।

সিরিজের প্রথম ম্যাচটিও বৃষ্টি বাধায় পরে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ হাফিজের ঘূর্ণিতে ৭ রানে জয় পায় পাকিস্তান। সিরিজের তৃতীয় ম্যাচটিও চলে যায় বৃষ্টির পেটে।

সিরিজে এখনও ১-০তে এগিয়ে আছে বাবররা। এক ম্যাচ হাতে রেখেই আজ তাই সিরিজ নিশ্চিত করতে মরিয়া বাবর আজম বাহিনী। অন্যদিকে স্বাগতিক ক্যারিবিয়ানদের জন্য সিরিজ হার ঠেকাতে আজকের ম্যাচে জয় অত্যন্ত গুরুপ্তপূর্ণ।

এদিকে দুর্দান্ত ফর্মে আছে অধিনায়ক বাবর আজম ও উইকেট রক্ষক ব্যাটসম্যান রিজওয়ান। বল হাতেও দুর্দান্ত ফর্মে আছে পেসার হাসান আলি। ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরানও রয়েছেন দুর্দান্ত ফর্মে। এছাড়া সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ৪-১ জিতে আত্মবিশ্বাসী থাকবে ক্যারিবিয়ানরা।

তবে পাকিস্তানের বিপক্ষে অনেক বড় আত্মবিশ্বাসের জায়গা হতে পারে পরিসংখ্যান। ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ ৫ বারের দেখায় চারবারই জিতেছে তারা। তবে সিরিজে ফিরতে মরিয়া হয়ে থাকবে পোলার্ড-পুরানরা। যদি বৃষ্টি থামে আর খেলা হয় তাহলেই! অন্যথায় ১-০ ব্যবধানে সিরিজ পাকিস্তানের হবে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কিরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ডুয়াইন ব্রাভো, এন্ড্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরোন হেটমেয়ার, জেসন হোল্ডার, আখিল হোসাইন, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালস।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), সাদাব খান, শার্জিল খান, শোহাইব মাকসুদ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, ওসমান কাদির।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :