করোনা ও উপসর্গে কুষ্টিয়ায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ১৪৩

প্রকাশ | ০৪ আগস্ট ২০২১, ১০:১৩ | আপডেট: ০৪ আগস্ট ২০২১, ১১:৫৬

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ও উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জনের করোনা পজেটিভ ছিল। বাকি একজনের উপসর্গ ছিল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে হাসপাতালে  ১৮৮ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩৯ জন উপসর্গ নিয়ে মোট ২২৭ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬.৭৬% শতাংশ। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছে ৫৮৩ জন।

ঢাকাটাইমস/৪আগস্ট/এমআর