বিধিনিষেধ অমান্য; ভোলায় ৭৮ জনের জেল-জরিমানা

প্রকাশ | ০৪ আগস্ট ২০২১, ১১:৩৫ | আপডেট: ০৪ আগস্ট ২০২১, ১১:৪৯

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলায় স্বাস্থ্যবিধি না মানায় মঙ্গলবার ৭৭ জনকে ৩৬ হাজার ৩৫০ টাকা জরিমানা ও একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভোলা জেলা প্রশাসক কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত জেলায় মোট ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ৭০টি মামলায় ৭৭ জনকে ৩৬ হাজার ৩৫০ টাকা জরিমানা ও একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর মধ্যে ভোলা সদরে ৬টি ভ্রাম্যমাণ আদালতে ৩৮টি মামলায় ৪০ জনকে ১৯ হাজার ৫০ টাকা জরিমানা ও একজনকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ৬টি মামলায় ৬ জনকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

লালমোহন উপজেলায় ৭টি মামলায় ৮ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

চরফ্যাশন উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালতে ১৯টি মামলায় ২৩ জনকে ১০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-এলাহী চৌধুরী করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে ঘরে থাকার পাশাপাশি সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

(ঢাকাটাইমস/৪জুলাই/পিএল)