ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘন্টায় শনাক্ত-মৃত্যুর রেকর্ড

প্রকাশ | ০৪ আগস্ট ২০২১, ১২:১৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৬জনের। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৪১৩ জন। এখন পর্যন্ত এ দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা এটি।

জেলা সিলিভ সার্জন অফিসের তথ্য মতে, নতুন ৬ জন নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে। আর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫১৮ জনে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ১৫৮ জন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৯২১ জন।

সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, আগামী ৭ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পোইনের মাধ্যমে সাধারণ মানুষকে টিকা প্রদান করা হবে।

(ঢাকাটাইমস/৪ আগস্ট/পিএল)