ফরিদপুরে ২৪ ঘণ্টায় হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

ফরিদপুর প্রতিনিধি,ঢাকাটাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১২:৪৬ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১২:২৩

ফরিদপুরের মধুখালীতে একটি হত্যা মামলা ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শেষে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গত ১ আগষ্ট মধুখালীর জাহাপুর ইউনিয়নের দাড়িরপাড় গ্রামে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই সাদ্দাম শেখ নিহত হয়। এই ঘটনায় আরেক ভাই আরিফ শেখ ২ আগস্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, মামলাটি দায়ের হওয়ার পরে পুলিশ তদন্তে কাজ শুরু করে। মধুখালী থানা পুলিশের তদন্তে প্রাথমিকভাবে প্রামাণিত হয় আসামি আনিসুর রহমান ইচ্ছাকৃতভাবেই তার ছোট ভাই সাদ্দামকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এবং এতেই তার (সাদ্দামের) মৃত্যু হয়। ৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আভিযোগপত্র জমা দিয়েছেন।

সাদ্দাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম জানান, পেনাল কোড ৩০২ ধারায় রুজু হওয়া মামলাটি ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শেষে আমরা আদালতে অভিযোগপত্র দিতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, মামলা রুজুর পরে একমাত্র আসামি আনিসুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৪ আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :