অলিম্পিক ভিলেজে ভূমিকম্প

প্রকাশ | ০৪ আগস্ট ২০২১, ১২:৩৫ | আপডেট: ০৪ আগস্ট ২০২১, ১২:৩৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

করোনা মহামারির মধ্যেই জাপানের টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত অলিম্পিক প্রতিযোগিতা। অলিম্পিককে ঘিরে দেশটিতে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দেশটির  জনগণ যখন উৎসবমুখর পরিবেশে ব্যস্ত সময় কাটাচ্ছে, ঠিক সেসময় এবার হানা দিলো ভূমিকম্প। টোকিও অলিম্পিক ভিলেজে স্থানীয় সময় বুধবার ভোরবেলা ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে সুনামির আশঙ্কা নেই বলে জাপানের আবহাওয়া দপ্তর নিশ্চিত করেছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গেছে।

টোকিও থেকে এক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে বলেন, ‘অলিম্পিক ভিলেজে এখান ভূমিকম্প হচ্ছে। গত ৩০ সেকেন্ড ধরে আমি কম্পন অনুভব করছি।’

এদিকে আরেকজন টুইট করে লেখেন, ‘আমি প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম। ‘

এছাড়া অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় জাপান থেকে সরাসরি সংবাদ সম্প্রচার করছিলেন। তার মধ্যেই ভূমিকম্প হয়। এ সময় লাইভ শোতেই তিনি ভূমিকম্পের কথা জানিয়ে দেন।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এমএম)