ফরিদপুর মেডিকেলে আরও ১৪ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১২:৪৭

কভিড-১৯ এ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুথবার সকাল ৮টার মধ্যে এদের মৃত্যু হয়েছে। এই সময়ে জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ১৯৬ জন করোনা রোগী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় করোনা এবং উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৮ জন। বাকি ছয় জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে।

তিনি জানান, হাসপাতালটিতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৩৩৮ জন রোগী। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৫২ জন।

এদিকে ফরিদপুরের সিলিভ সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর ৪৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জন। শতকরা হারে যা ৩৯.৩৫ শতাংশ।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত কভিডে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৩০৭জন, সুস্থ হয়েছে ১৩ হাজার ৯৬৭। এ জেলায় মোট মৃত্যু হয়েছে ৪০৩ জনের।

(ঢাকাটাইমস/৪ আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :