বগুড়ায় আরও ৮ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি,ঢাকাটাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৪:৩২ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১৩:০১

বগুড়ায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ২ জন এবং উপসর্গে ৬ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার বেলা ১১টায় অনলাইনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে নতুন করে আরো ৮৭জন করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১৮ দশমিক ৩৫ শতাংশ। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৮৮ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৪১জন। মারা গেছেন ৫৮৭। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩৬০ জন।

(ঢাকাটাইমস/৪ আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :