পূবাইলে করোনা প্রতিরোধে পুলিশের আলোচনা

প্রকাশ | ০৪ আগস্ট ২০২১, ১৬:৪২ | আপডেট: ০৪ আগস্ট ২০২১, ১৮:২৭

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুর মহানগরের পূবাইল থানা পুলিশের উদ্যোগে করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে আলোচনা সভা হয়েছে। পূবাইলের মিরের বাজারে বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) দক্ষিণ ইলতুৎ মিশ।

উপকমিশনার বলেন, করোনা ও ডেঙ্গু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সবাই নিজ জায়গা থেকে সচেতন হয়ে কাজ করতে হবে। সরকার সবাইকে করোনার টিকার আওতাধীন নিয়ে আসার চেষ্টা করছে। তাই আমাদের সবাইকে করোনা টিকা নিতে হবে এবং অন্যদেরকে টিকা গ্রহণ করার উৎসাহ দিতে হবে।

সভায় আরও ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম, পূবাইল সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান মোল্লা, পূবাইল থানার ওসি তদন্ত শাহআলম মোল্লা মিরের বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা প্রমুখ।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এসএ/কেএম)