টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৭:৫৬ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১৭:২৯

টস ভাগ্য এবারও পক্ষে আসলো না টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে রিয়াদ-সাকিবরা। দু’দলেই তাদের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক ২৩ রানের জয়ে ১-০ জয়ে এগিয়ে আছে স্বাগতিকরা। সফরকারীদের বিপক্ষে সিরিজে এগিয়ে থাকতে আজ বুধবারও শেরে বাংলায় একই পরিকল্পনা রাখছেন টাইগার অধিনায়ক।

প্রথম ম্যাচ জয়ের পরে টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেছিলেন, দ্বিতীয় ম্যাচে প্রথম বল থেকে তাদের (অজি) চেপে ধরতে চাই। আমাদের পা মাটিতেই আছে।

স্পিনিং পিচে অজিদের জন্য হুমকি হবেন টাইগার একাদশের তিন স্পিনার। এছাড়া দুর্দান্ত ফর্মে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। ভালো করছেন শরিফুল ইসলামও। তবে ম্যাচে টাইগারদের টার্গেট থাকবে অজিদের অল্প রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে সিরিয়াস হয়ে সিরিজে এগিয়ে যাওয়া।

অন্যদিকে, অপরিবর্তিত দলে সিরিজে ফেরার তাড়নায় আছেন অজি ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ওয়েড। প্রথম ম্যাচে স্পিনের কাছে নাস্তানাবুদ হওয়ার পরে দ্বিতীয় ম্যাচে নিশ্চয়ই ফিরতে চাইবেন সফরকারীরা। দলে দুর্দান্ত ফর্মে আছেন মিচেল স্টার্ক-জশ হ্যাজলউড। অ্যাডাম জাম্পাও ভালো করছেন। জয়ে ফিরতে হলে মিরপুরের আবহাওয়া আর টাইগারদের স্পিন সামলাতে হবে অজিদের।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মঙ্গলবার ১৩১ রান করে ২৩ রানের জয় পায় বাংলাদেশ। তবে গতকাল ব্যাটিংটা ভালো হয়নি মাহমুদুল্লাহদের। টস হেরে ম্যাচে নাইমের ৩০ রান, সাকিবের ৩৬ আর শেষের দিকে আফিফের ক্যামিও ২৩ রানে ১৩১ রানের মাঝারি পূঁজি পায় বাংলাদেশ।

ছোট টার্গেটে খেলতে নেমেই বিপদে পরে সফরকারীরা। শুরুর তিন ওভার স্পিনারদের করানোর পুরো সুফল নেন অধিনায়ক রিয়াদ। শুরুর ১৩ বলেই মাহেদি-নাসুম-সাকিব তুলে নেন অজি টপ অর্ডারের তিন উইকেট। মাঝে অজি অধিনায়ক-মার্শ জুটি গড়লেও শেষ করতে পারেননি। সাকিব-নাসুমদের স্পিনের পাশাপাশি সফল ছিলো দুই পেসার শরিফুল-মুস্তাফিজ। শেষ পর্যন্ত ১০৮ রানেই সব উইকেট হারায় অজিরা। প্রথমবারের মতো অজি বধের আনন্দে মাতে বাংলাদেশ।

ঐতিহাসিক এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। এর আগে চারবারের দেখায় একবারও জিততে পারেননি টাইগাররা।

প্রথমবারের মতো জয় পেলোও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাস মোটেও ভালো না! বিশ্বকাপের মঞ্চে চারবারের দেখায় প্রত্যেকবারই হেরেছে টাইগাররা। টেস্ট বাদে এবার প্রথমই কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলছে অজিরা। তবে শেষ পাঁচ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ এগিয়ে আছে অজিদের থেকে। শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ ৩টি ম্যাচ জিতলেও অস্ট্রেলিয়া হেরেছে তাদের চার ম্যাচই।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথু ওয়েড (অধিনায়ক), জশ ফিলিপ, অ্যাস্টন অ্যাগার, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, অ্যান্ড্রু টাই, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার ও অ্যাডাম জাম্পা।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :