কুকুরের দুধ পান করে বেড়ে উঠছে বিড়াল ছানাটি

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১৭:৫৭

দুটো ছানা জন্ম দিয়েই মারা যায় মা বিড়ালটি। এরপর দুধপান করতে না পেরে একটি ছানা মারা যায়। বেঁচে থাকে আরেকটি। এমন অবস্থায় একটি কুকুর এসে বেঁচে যাওয়া বিড়াল ছানাটিকে তার দুধ পান করায়। এভাবেই কুকুরটির দুধ পান করে বেড়ে উঠছে ছানাটি।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দূর্গাপুর গ্রামের পল্লী চিকিৎসক আশিষ চন্দ্র বর্মনের বাড়ির উঠানে গিয়ে দেখা গেছে, মা হারা বিড়াল ছানাটিকে দুধ খাওয়াচ্ছে কুকুরটি। যেন মায়া-মমতা সব কিছু দিয়েই আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি। বিড়াল ছানাটিও পরম আগ্রহে কুকুরের দুধ পান করছে অনায়াসে।

চিকিৎসক আশিষ চন্দ্র বলেন, কুকুরটা অনেক দিন যাবৎ এভাবেই বিড়াল ছানাটাকে বুকের দুধ দিয়ে আসছে। এতে ধীরে ধীরে বেড়ে উঠছে বিড়ালটি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত বলেন, কুকুর-বিড়ালের এ মধুর সম্পর্ক থেকে আমাদের অনেক কিছুই শেখার রয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল জলিল বলেন, বিড়াল ছানাটিকে কুকুর যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে, তা সত্যিই অবাক করার বিষয়।

(ঢাকাটাইমস/৪আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :