দুই বছরেই বাল্যবিয়ে নির্মূলে ব্যাপক ভূমিকা ইউএনওর

প্রকাশ | ০৪ আগস্ট ২০২১, ১৮:০০

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্বপালনের মাধ্যমে কর্মস্থলে দুবছর পূর্ণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাফিস সুলতানা। সদালাপী মিষ্টভাষী সবার কাছে গ্রহণযোগ্য প্রশাসনের এমন একজন কর্মকর্তার দুবছর পূর্ণ হওয়া উপলক্ষে ঐতিহ্যবাহী হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাব নেতারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ মানবাধিকার হরিণাকুণ্ডু উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রশীদ বলেন, মাত্র দুবছরে ইউএনও নাফিস সুলতানা মাদক, সন্ত্রাস, যৌতুক, চুরি, ছিনতাই, খুন, গুম, সামাজিক, অবক্ষয়তাসহ বাল্যবিয়ে নির্মূলে ব্যাপক ভূমিকা পালন করেছেন।

এ সময় তিনি হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাব নেতাদেরকে উদ্দেশে বলেন, ‘মহান পেশা সাংবাদিকতায় আপনারা নিয়োজিত আছেন। আমরা চাই আগের মতো সবসময় দেশ ও মাবনজাতির কল্যাণে নিয়োজিত থেকে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করবেন। বরাবরের মতো উপজেলা প্রশাসন সবসময় আপনাদের সঙ্গে আছে।’

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের হরিনাকুণ্ডু উপজেলা প্রতিনিধি প্রভাষক শাহনুর আলম, হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক বিশ্বাস, সহসভাপতি দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ছমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনন্দ টিভি ও দৈনিক ঢাকাটাইমস প্রতিনিধি জাফিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পদক বীর বছির আহম্মেদ, শিশির আহম্মেদ, মাহমুদুর রহমান মিল্টন, অর্থ সম্পদক রেজাউল ইসলাম, আইসিটি সম্পাদক সাইদুর রহমান, মাহফুজুর রহমান উদয়সহ অন্যান্য সাংবাদিক নেতারা।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এসএ/কেএম)