ফটিকছড়িতে বিশেষ তিন কেন্দ্রে পাঁচ হাজার মানুষকে টিকা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১৮:০২

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামী ৭ আগস্ট থেকে ওয়ার্ডভিত্তিক করোনা টিকা দেয়ার কথা থাকলেও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ তিনটি কেন্দ্রে টিকা পেয়েছেন প্রায় পাঁচ হাজার মানুষ।

বুধবার ফটিকছড়ি সদর করোনেশন মডেল উচ্চ বিদ্যালয়ে সর্বশেষ কেন্দ্রটিতে টিকা দেয়ার আয়োজন করেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী, ডা. জয়নাল আবেদীন মুহুরী, সোলায়মান সওদাগর, জসিম উদ্দীনসহ পৌর কমিশনার, প্রকৌশলী, কোষাধ্যক্ষ, কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিচালনায় গত ৩১ জুলাই দক্ষিণ ফটিকছড়ি আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয় ও ১ আগস্ট দাঁতমারা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে দুটি টিকাদান কেন্দ্র পরিচালিত হয়। কেন্দ্রগুলোতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান অহিদুল আলম, মো. কাইয়ুম, জানে আলম, রুস্তম আলী, হারুনুর রশীদ প্রমুখ।

ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এ তিনটি কেন্দ্রে আশেপাশের ইউনিয়নসহ প্রায় পাঁচ হাজার মানুষ টিকা পেয়েছেন বলে জানান ডা. নাবিল চৌধুরী।

ডা. নাবিল বলেন, ৭ আগস্ট থেকে ওয়ার্ডভিত্তিক টিকা দেয়ার ঘোষণা থাকলেও মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া ও চাপ কমানোর লক্ষ্যে এই বিশেষ তিনটি কেন্দ্র পরিচালনা করি। এতে শুধুমাত্র নিবন্ধনধারীদের টিকা দেয়া হয়।

এছাড়াও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা দিলে তাদের সনদপত্র কিভাবে দেয়া হবে- এমন প্রশ্নের জবাবে টিকাগ্রহীতাদেরকে জাতীয় পরিচয়পত্রের নম্বর সংরক্ষণের মাধ্যমে পরবর্তীতে সনদ দেয়া হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :