শুরুতেই টাইগারদের আঘাত

প্রকাশ | ০৪ আগস্ট ২০২১, ১৮:০৭ | আপডেট: ০৪ আগস্ট ২০২১, ১৮:১৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

​অধিনায়ক মাহমুদউল্লাহর বিশ্বাসের মূল্য আজও রাখলেন মাহেদি হাসান। ইনিংসের শুরুতে বল করতে এসে দিলেন মাত্র ১ রান। পরের ওভারে হাত খুলতে যাওয়া অ্যালেক্স ক্যারিকে তুলে নিলেন মাহেদি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩.২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৪ রান।  ক্রিজে ফিলেপে আছে ৫ বলে ৩ রান নিয়ে। তাকে সঙ্গ দিচ্ছেন মিচেল মার্শ (৪ বলে শুন্য)।

এর আগে, ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরেছে টাইগার অধিনায়ক। অজি অধিনায়ক ম্যাথু ওয়েডের আমন্ত্রণে ফিল্ডিংয়ে নামেন রিয়াদ-সাকিবরা।

সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক ২৩ রানের জয়ে ১-০ জয়ে এগিয়ে আছে স্বাগতিকরা। সফরকারীদের বিপক্ষে সিরিজে এগিয়ে থাকতে আজ বুধবারও শেরে বাংলায় একই পরিকল্পনা রাখছেন টাইগার অধিনায়ক।

প্রথম ম্যাচ জয়ের পরে টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেছিলেন, দ্বিতীয় ম্যাচে প্রথম বল থেকে তাদের (অজি) চেপে ধরতে চাই। আমাদের পা মাটিতেই আছে।

স্পিনিং পিচে অজিদের জন্য হুমকি হবেন টাইগার একাদশের তিন স্পিনার। এছাড়া দুর্দান্ত ফর্মে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। ভালো করছেন শরিফুল ইসলামও। তবে ম্যাচে টাইগারদের টার্গেট থাকবে অজিদের অল্প রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে সিরিয়াস হয়ে সিরিজে এগিয়ে যাওয়া।

অন্যদিকে, অপরিবর্তিত দলে সিরিজে ফেরার তাড়নায় আছেন অজি ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ওয়েড। প্রথম ম্যাচে স্পিনের কাছে নাস্তানাবুদ হওয়ার পরে দ্বিতীয় ম্যাচে নিশ্চয়ই ফিরতে চাইবেন সফরকারীরা। দলে দুর্দান্ত ফর্মে আছেন মিচেল স্টার্ক-জশ হ্যাজলউড। অ্যাডাম জাম্পাও ভালো করছেন। জয়ে ফিরতে হলে মিরপুরের আবহাওয়া আর টাইগারদের স্পিন সামলাতে হবে অজিদের।

প্রথমবারের মতো জয় পেলোও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাস মোটেও ভালো না! বিশ্বকাপের মঞ্চে চারবারের দেখায় প্রত্যেকবারই হেরেছে টাইগাররা। টেস্ট বাদে এবার প্রথমই কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলছে অজিরা। তবে শেষ পাঁচ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ এগিয়ে আছে অজিদের থেকে। শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ ৩টি ম্যাচ জিতলেও অস্ট্রেলিয়া হেরেছে তাদের চার ম্যাচই।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এইচএন)