সরাইলে শ্বশুরবাড়ির পাটক্ষেতে জামাইয়ের লাশ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১৮:৪৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শ্বশুরবাড়ির পাশের পাটক্ষেত থেকে জামাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগরাজোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জয়নাল মিয়া (৪০) সরাইলের চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। জয়নাল একই ইউনিয়নের ঘাগড়াজোড় গ্রামের আসিদ মিয়ার মেয়েকে দ্বিতীয় বিয়ে করে শ্বশুরবাড়িতে থেকে রিকশা চালাতেন। মাঝে মধ্যে দিনমজুরের কাজও করতেন।

এর আগে তিনি কালীকচ্ছ ইউনিয়নের চানপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে সুমরাজ বেগমকে প্রথম বিয়ে করেন।

নিহতের দ্বিতীয় স্ত্রী সুইটি বেগম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ঘাগরাজোড় এলাকার শ্বশুরবাড়ি থেকে বের হয়ে জয়নাল আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ-খবর নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন বুধবার সকালে ঘাগড়াজোড় এলাকার শ্বশুরবাড়ির পাশেই একটি পাঠক্ষেতে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজন সেখানে গিয়ে লাশ জয়নাল মিয়ার বলে শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে চুন্টা ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। যারা তাকে নির্বিচারে হত্যা করেছে সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার চাই। এবং নির্দোষ কাউকে যেন হয়রানি করা না হয়।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :