‘ভয়ংকর’ হয়ে ওঠা জুটি ভাঙলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৯:০৮ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১৯:০১

সিরিজের প্রথম ম্যাচে অনেকটা একাই লড়েছিলেন মিচেল মার্শ। দ্বিতীয় ম্যাচেও মোয়েসস হেনরিকসকে নিয়ে গড়েছেন ৫৭ রানের জুটি। টাইগারদের জন্য ‘ভয়ংকর’ হয়ে ওঠা সেই জুটি ভাঙলেন টাইগারদের সেরা স্পিনার সাকিব আল হাসান। প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচেও বোল্ড করলেন মোয়েসেস হেনরিকসকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯০ রান। ক্রিজে মিচেল মার্শকে (৩৭ বলে ৩৮ রান) সঙ্গ দিচ্ছেন অধিনায়ক ম্যাথু ওয়েড (০)।)

অধিনায়ক মাহমুদউল্লাহর বিশ্বাসের মূল্য আজও রেখেছেন মাহেদি হাসান। ইনিংসের শুরুতে বল করতে এসে দেন মাত্র ১ রান। পরের ওভারে হাত খুলতে যাওয়া অ্যালেক্স ক্যারিকে তুলে নেন মাহেদি। এর আগের ম্যাচেও ক্যারিকে আউট করেছিলেন টাইগার স্পিন অলরাউন্ডার।

প্রথম ম্যাচে নাসুম ঘূর্ণিতে আড়ালে ছিলেন মুস্তাফিজ। আজ ৬ষ্ঠ ওভারে এসেই মাত্র ৫ রান দিয়ে তুলে নেন জশ ফিলিপের উইকেট। ফিজের শর্ট লেন্থ বল না বুঝেই ব্যাট ঘুরিয়েছিলো জশ। ব্যাটে বলে না হওয়ায় সরাসরি লেগ স্টাম্পে আঘাত হানে বল। অজিরা হারায় তাদের দ্বিতীয় উইকেট। আর ফিফটি ছাড়ানো জুটি ভেঙে উইকেট তুলে নেন সাকিব।

এর আগে, ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরেছে টাইগার অধিনায়ক। অজি অধিনায়ক ম্যাথু ওয়েডের আমন্ত্রণে ফিল্ডিংয়ে নামেন রিয়াদ-সাকিবরা।

সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক ২৩ রানের জয়ে ১-০ জয়ে এগিয়ে আছে স্বাগতিকরা। সফরকারীদের বিপক্ষে সিরিজে এগিয়ে থাকতে আজ বুধবারও শেরে বাংলায় একই পরিকল্পনা রাখছেন টাইগার অধিনায়ক।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :