শরিফুল-মুস্তাফিজে অজিদের ছোট সংগ্রহ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৯:৫৯ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১৯:৫৩

একশো পেরোনোর পরে মাত্র ৬ রান যোগ করতেই সফরকারী অজিরা হারিয়েছে ৩ উইকেট। শেষ ২৪ বলে এসেছে ২৩ রান। দুর্দান্ত এক স্পেলে মুস্তাফিজ-শরিফুলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২১ রানেই থামে অজিরা। পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে যেতে নির্ধারিত ২০ ওভারে টাইগারদের দরকার ১২২ রান।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নামে ওয়েডরা। তবে এদিনও খুব ভালো শুরু পায়নি সফরকারীরা। অধিনায়ক মাহমুদউল্লাহর বিশ্বাসের মূল্য রাখেন মাহেদি হাসান। ইনিংসের শুরুতে বল করতে এসে দেন মাত্র ১ রান। পরের ওভারে হাত খুলতে যাওয়া অ্যালেক্স ক্যারিকে তুলে নেন মাহেদি। এর আগের ম্যাচেও ক্যারিকে আউট করেছিলেন টাইগার স্পিন অলরাউন্ডার।

প্রথম ম্যাচে নাসুম ঘূর্ণিতে আড়ালে ছিলেন মুস্তাফিজ। আজ ৬ষ্ঠ ওভারে এসেই মাত্র ৫ রান দিয়ে তুলে নেন জশ ফিলিপের উইকেট। ফিজের শর্ট লেন্থ বল না বুঝেই ব্যাট ঘুরিয়েছিলো জশ। ব্যাটে বলে না হওয়ায় সরাসরি লেগ স্টাম্পে আঘাত হানে বল। অজিরা হারায় তাদের দ্বিতীয় উইকেট।

পরে নিজের কোটার শেষ ওভারে এসে ‘ভয়ংকর’ হয়ে ওঠা জুটি ভাঙ্গেন সাকিব আল হাসান। ৫৭ রানের জুটিতে মোয়েসেস হেনরিকসকে ফেরানোর পরে তার সঙ্গি মার্শও বেশি সময় থাকতে পারলেন না। শরিফুলের বলে নুরুল হাসানের ক্যাচ হওয়ার আগে জমা করেন প্রথম ম্যাচের মতো ৪৫ রান। অবশ্য আজ তিন বল কম খেলেছেন অন্যতম ফর্মে থাকা এই ব্যাটসম্যান।

শেষের দিকে ঝলক দেখান মুস্তাফিজ-শরিফুল। তাদের দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই গুটিয়ে যায় সফরকারীরা। একশোর আগে ৫৭ রানের বড় জুটি ভাঙেন সাকিব। পরে ভয়ংকর রুপে থাকা মিচেল মার্শকে ফেরান শরিফুল। পরের ওভারে অজি অধিনায়ক ও অ্যাশটন অ্যাগারকে তুলে নেন কাটার মাস্টার। শেষে অ্যাশটন টার্নারকে টাইগার অধিনায়কের ক্যাচ বানান শরিফুল।

এর আগে, ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক ২৩ রানের জয়ে ১-০ জয়ে এগিয়ে আছে স্বাগতিকরা। সফরকারীদের বিপক্ষে সিরিজে এগিয়ে থাকতে আজ বুধবার টাইগারদের দরকার ১২২ রান।

ঐতিহাসিক জয়ের পরে টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেছিলেন, দ্বিতীয় ম্যাচে প্রথম বল থেকে তাদের (অজি) চেপে ধরতে চাই। আমাদের পা মাটিতেই আছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট হারিয়ে না হারিয়ে ৩ রান। ক্রিজে আছেন নাইম শেখ ( ৩ রান ) ও সৌম্য সরকার (০)।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

আগামী ২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন আইসিসির প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :