ঝিনাইদহে বিধিনিষেধ অমান্য করায় জরিমানা

প্রকাশ | ০৪ আগস্ট ২০২১, ২১:৩৪

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে টানা ১৪ দিন লকডাউনের ১৩ দিনে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ অমান্য করায় তিনটি মামলায় দুই হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাফিস সুলতানা।

বুধবার দুপুরে তিনি উপজেলা মোড়, হল বাজার, হরিণাকুণ্ডু হাট ও বাজারসহ বিভিন্ন মোড় ও বাজারে লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করায় দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করেন।

সেনাবাহিনীর ও হরিণাকুণ্ডু থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন। এ সময় ইউএনওর অফিস সহকারী আসাদুল ইসলাম, প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া উপস্থিত ছিলেন।

নির্বাহী হাকিম সৈয়দা নাফিস সুলতানা বলেন, ‘মৃত্যুর মিছিল ছোট  করতে, জনগণকে সচেতন করাসহ করোনার হাত থেকে বাঁচাতে লকডাউনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা অব্যাহত থাকবে।’

(ঢাকাটাইমস/৪আগস্ট/এসএ/কেএম)