আফিফ-সোহানের ‘ম্যাচিউরিটিতে’ খুশি মাহমুদউল্লাহ

প্রকাশ | ০৪ আগস্ট ২০২১, ২২:৪৬ | আপডেট: ০৫ আগস্ট ২০২১, ০৮:৪৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জয়ে অন্যতম নায়ক ছিলেন আফিফ-সোহান। তাদের অবিছিন্ন ৫৬ রানের জুটিতে আট বল হাতে রেখেই দ্বিতীয়বারের মতো অজি বধ করেন বাংলাদেশ। আর তাদের ‘ম্যাচিউরিটিতে’ ধরনের পারফর্মে অনেক বেশি খুশি টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়কের কন্ঠে ছিল তরুণ আফিফ-নুরুলের বন্দনা। ‘আফিফ-সোহান (নুরুল হাসান) যেভাবে দলের বিপদে দাড়িয়ে ম্যাচটা শেষ করে আসল, তা দেখতে অনেক বেশি খুশির। তারা অনেক ম্যাচিউরিটি দেখিয়েছে।’

তবে অজিদের অল্পরানে বেধে দেওয়াতে বোলারদের কৃতিত্ব দিতে ভুললেন না অধিনায়ক। ‘আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করে তাদের (অজি) ১২০ (১২১ রান) রানে আটকে দিয়েছে। সাকিব ব্যাট এবং বলে দুর্দান্ত পারফর্ম করে দেখিয়েছে সে দলের জন্য কতটা গুরুপ্তপূর্ণ। আমি মনে করি এই কন্ডিশনে মুস্তাফিজ সব সময় ভালো এবং কার্যকরী। শরিফুল আসলেই ভালো বোলিং করেছে। অন্য বোলারাও ভালো ছিলো। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে এগোচ্ছি।’

হারের কারণ হিসেবে অজি অধিনায়ক মনে করেছেন তাদের কম রান সংগ্রহ। তবে টার্গেট ছুড়ে বোলারদের কাজে খুশি ম্যাথু ওয়েড। ‘আমরা আজ একটা ভালো পজিশনে ছিলাম (বোলিংয়ে)। কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের ইনিংসের শেষ চার ওভারে ভালো ব্যাট করতে পারিনি। খুবই দুঃখজনক! এই পিচে ১৩০-১৪০ রান আমাদের জন্য ভালো স্কোর হতো।’

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এইচএন)