প্রযোজক রাজ আটক, নেয়া হলো র‍্যাব সদরদপ্তরে

প্রকাশ | ০৪ আগস্ট ২০২১, ২৩:৫১ | আপডেট: ০৫ আগস্ট ২০২১, ০০:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মদ ও সিসা সরঞ্জামসহ আটক চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে র‍্যাব সদরদপ্তরে নেয়া হয়েছে। 

বুধবার রাত ১০টা ৪০ মিনিটে র‍্যাবের সাদা রঙের কালো গ্লাসযুক্ত হাইয়েস মাইক্রোবাসে তাকে বনানীর বাসা থেকে বের করে সদরদপ্তরে নেয়া হয়। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়ে এলিট ফোর্সটি।

এর আগে রাজের বাসায় রাত আটটা থেকে দুই ঘণ্টাব্যাপী অভিযানে বিপুল পরিমাণ মাদক, বিকৃত যৌনাচার সরঞ্জাম উদ্ধার করা হয়। এরপর তাকে আটক দেখানো হয়।

রাজের বাসায় অভিযানের আগে আজ বিকাল সাড়ে চারটার কিছু সময় আগে চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান শুরু করে র‍‍্যাব। চার ঘণ্টার অভিযানে মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইচ উদ্ধার করা হয়। পরে তাকে র‍‍্যাব সদরদপ্তরে নেয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। এদিকে পরীমনির বাসায় অভিযান শেষে পাশেই রাজের বনানীর বাড়িতে অভিযান শুরু করে র‍‍্যাব সদস্যরা। পরীমনির বাড়িতে অভিযানের খবর পেয়ে রাজ পালানার চেষ্টা করেছিলেন। কিন্তু র‍্যাব সদস্যা বাসা ঘিরে রাখায় তা সম্ভব হয়নি।

ঢাকাটাইমস/০৪আগস্ট/এসএস/ইএস