গণটিকাদান কার্যক্রম সীমিত ঘোষণা

প্রকাশ | ০৫ আগস্ট ২০২১, ১০:৪৭ | আপডেট: ০৫ আগস্ট ২০২১, ১১:৩৫

ঢাকাটাইমস ডেস্ক
ফাইল ছবি

আগামী ৭ থেকে ১২ আগস্ট করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম চলার কথা থাকলেও টিকাদান কার্যক্রম সীমিত ঘোষণা করা হয়েছে। টিকা স্বল্পতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকাদান কার্যক্রম টিকা স্বল্পতার কারণে সীমিত করা হয়েছে। আপাতত শুধু ৭ আগস্ট একদিন প্রতিটি টিকাকেন্দ্রে অগ্রিম রেজিস্ট্রেশনের ভিত্তিতে বয়োবৃদ্ধ, অসুস্থ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে ৩০০ জনকে টিকা দেওয়া হবে। অনেক চেষ্টার পরও এটা পরিবর্তন করা যাচ্ছে না।  

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে আলোচনা সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী ১৪ আগস্ট থেকে টিকা প্রাপ্তি সাপেক্ষে এই কর্মসূচি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্ত পরিবর্তনে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

(ঢাকাটাইমস/৫আগস্ট/কেআর)