দুই মাস পর আড়াই হাজার কোটি লেনদেন ডিএসইতে

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৪:৫৪ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২১, ১৪:৫২

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারের সবকটি সূচক পাশাপাশি বাড়তে দেখা গেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।এদিন ডিএসইতে দুই মাস পর আবারও আড়াই হাজার কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৫১১ কোটি টাকা। এর আগে জুন মাসের ৬ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিলো দুই হাজার ৬৬৯ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মোট লেনদেন হয়েছে দুই হাজার ৫১১ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার টাকা। দিনটিতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৫৯৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৩৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৩৮৫ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪২টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

বৃহস্পতিবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন হয়েছে ৮১ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৯৫৭ টাকা, যা আগের দিনের তুলনায় ১ কোটি টাকা বেশি। দিনটিতে সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০৬টির। কমেছে ৯৫টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৮৮ পয়েন্টে। সিএসই-এক্স সূচক ১০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫১৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ২০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮৮ পয়েন্টে। সিএসআই ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২২ পয়েন্টে।

আজ ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি আজ মোট লেনদেন করেছে ১২৮ কোটি ৯৬ লাখ ১৯ হাজার টাকা। এছাড়াও লেনদেনে এগিয়ে রয়েছে ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড, মালেক স্পিনিং মিলস লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড এবং ফু ওয়াং সিরামিকস লিমিটেড।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :