লকডাউনের সড়কে অটোরিকশাকে বাসের ধাক্কা, আহত ৬

প্রকাশ | ০৫ আগস্ট ২০২১, ১৫:১৩

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

লকডাউনেও দিনাজপুরের বিরামপুরে বাসের ধাক্কায় উল্টে পড়ে একটি সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এসময় সিএনজি চালকসহ ছয়জন মারাত্মকভাবে আহত হয়। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- অটোরিকশা চালক মুসা মিয়া এবয় যাত্রী মঞ্জুয়ারা বেগম, এনামুল হক, আনিছুর রহমান, সুখিমা বিবি ও হাফিজা বেগম। আহতরা সকলেই জেলার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, ভাদুরিয়া বাজার থেকে সকালে পাঁচজন যাত্রী নিয়ে বিরামপুর শহরের দিকে আসছিল একটি অটোরিকশা। পথে বিজুল বাজারে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে উল্টে যায় এবং চালক ও অটোরিকশার পাঁচ যাত্রী মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ শোভন জানান, আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

(ঢাকাটাইমস/৫আগস্ট/পিএল)