মানিকগঞ্জে করোনায় ১৬ জনের মৃত্যু, শনাক্ত ১২৪

প্রকাশ | ০৫ আগস্ট ২০২১, ১৬:৫০

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজন এবং দেহে ভাইরাসরে উপসর্গ নিয়ে নয়জন মারা গেছেন। ৪২৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১২৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৮ শতাংশ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, ‘নতুন শনাক্তের ১২৪ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৫৩ জন, সিংগাইরে ৩২ জন, হরিরামপুরে আট জন, ঘিওরে ১৫ জন, দৌলতপুরে চারজন, শিবালয়ে ১০ জন ও সাটুরিয়ায় দুজন রয়েছেন।’

ডা. রফিকুন নাহার বলেন, ‘জেলায় এ পর্যন্ত ৩৪ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ৯০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৪০২ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গে নয়জন মারা গেছেন।’

(ঢাকাটাইমস/৫আগস্ট/এসএ/কেএম)