দেশপ্রেমিক ও আজন্ম স্বপ্নযোদ্ধা ছিলেন শেখ কামাল: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২১, ১৬:৫৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল দেশপ্রেমিক ও আজন্ম স্বপ্নযোদ্ধা ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

প্রতিমন্ত্রী বলেন, ছাত্রসমাজকে সংগঠিত করে হাতিয়ার তুলে দেশমাতৃকার মুক্তির যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন শেখ কামাল। তিনি একজন দেশপ্রেমিক ও আজন্ম স্বপ্নযোদ্ধা। তিনি শুধু স্বপ্ন দেখেননি; স্বপ্ন বাস্তবায়নে আমৃত্যু কাজ করে গেছেন।

বৃহস্পতিবার সকালে জামালপুরের সরিষাবাড়ীতে শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বীর মুক্তিযোদ্ধা ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্যে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

ডা. মুরাদ হাসান এমপি বলেন, ‘শেখ কামাল জাতির পিতার সন্তান হওয়া সত্ত্বেও একেবারেই সাধারণ জীবনযাপন করতেন। আজ এত বছর পরও তিনি আমাদের মধ্যে চিরঞ্জীব-চিরভাস্বর হয়ে আছেন। ছাত্রসমাজকে সংগঠিত করে হাতিয়ার তুলে দেশমাতৃকার মুক্তির যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। একজন দেশপ্রেমিক ও আজন্ম স্বপ্নযোদ্ধা শেখ কামাল। তিনি শুধু স্বপ্ন দেখেননি; স্বপ্ন বাস্তবায়নে আমৃত্যু কাজ করে গেছেন।’

তরুণ প্রজন্মের সঙ্গে নিয়ে দেশকে কিভাবে এগিয়ে নিতে হবে শেখ কামাল সেদিকে মনোযোগ দিয়েছিলেন জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ কামাল সৃষ্টি সম্ভাবনাময় তারুণ্যের প্রতীক। শেখ কামালের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে হয়, নতুন প্রজন্মের সেদিকে মনোনিবেশ করতে হবে।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৫আগস্ট/কারই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধ করে আলোচনায় সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

রানা প্লাজা ধসের ১১ বছরেও ক্ষতিপূরণ পাননি, কাঁদলেন শ্রমিকরা

৬ বছরে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬৭৪, আহত ৪৭৬৫

হজযাত্রীর ভোগান্তি হলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

নির্মাণাধীন ভবনে লার্ভা পেলেই কাজ বন্ধ: মেয়র তাপস 

সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে ইসির বৈঠক রবিবার

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

এই বিভাগের সব খবর

শিরোনাম :