জয়পুরহাটে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২১, ১৭:০৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে বৃহস্পতিবার শহরের খঞ্জনপুর রোডস্থ এরিয়া কার্যালয় করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ করা হয়। খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ ছাড়াও এর আগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ ন ম মাশরেকুল আলম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন রিকের দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার মো. নাদির হোসেন, জয়পুরহাট এরিয়া ম্যানেজার মো. আবুল কালাম আজাদ, জয়পুরহাট সদর শাখা ম্যানেজার মো. কামাল উদ্দিন, ধামুইরহাট শাখার ম্যানেজার শাহ মশিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে অসহায় কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, আটা, সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকা নেয়ার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :