ফাইনালে ব্রাজিলকে পেয়ে রোমাঞ্চিত পেদ্রি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২১, ১৮:৪৫

টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে নিজ নিজ যোগ্যতায় ইতোমধ্যেই ফাইনালে উঠেছে সময়ের অন্যতম সেরা দুই দল ব্রাজিল এবং স্পেন। ফাইনালে লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে জয়টা যে সহজ হবে না, সেটা ভালোভাবেই অবগত আছেন স্প্যানিশ ফুটবলাররা। এতপরও শিরোপা লড়াইয়ে ম্যাচে ব্রাজিলকে পেয়ে রোমাঞ্চিত উদীয়মান স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি।

ফাইনাল নিয়ে পেদ্রির ভাবনা জানতে চাওয়া হলে ১৮ বছর বয়সী এই ফুটবল তারকা বলেন, ‘আমি প্রথম থেকেই ফাইনালে ব্রাজিলের বিপক্ষে খেলতে চেয়েছিলাম। আমি সবসময় সেরা দলের বিপক্ষে খেলতে চেষ্টা করি।‘

ব্রাজিল দলের প্রশংসা করে তিনি বলেন, ‘এটা একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে, তারা ভালো ফুটবল খেলে। তারা খুবই টেকনিক্যাল এবং বল নিয়ে উপভোগ করতে পছন্দ করে।’

উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল ম্যাচে মেক্সিকোর বিপক্ষে নির্ধারিত সময়ে গোলশূন্যতে ম্যাচ ড্র করার পর টাইব্রেকারে জিতে টানা তৃতীয়বার অলিম্পিকের ফুটবল ইভেন্টের ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক জাপানের বিপক্ষে ৯০ মিনিটে গোল পায়নি স্পেনও। পরে যোগ করা ৩০ মিনিটের খেলায় গোলের দেখা পায় তারা। আর ম্যাচটি জিতে নেয় ১-০ গোল ব্যবধানে।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :