পরীমনির মদের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ ছিল: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২১, ১৯:৩১

বিপুল মদসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার অভিনেত্রী পরীমনি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। গতকাল তার বাসায় অভিযানের সময় মদের লাইসেন্সের একটি কপি পায় এলিট ফোর্সটি। তবে তা আইনসিদ্ধ নয় এবং কপিটি মেয়াদোত্তীর্ণ ছিল।

বৃহস্পতিবার র‌্যাব সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এলিট ফোর্সটির মুখপাত্র কমান্ডার আল মঈন।

গতকালের অভিযানে পরীমনির বাসা থেকে আইচ জব্দ করা হয়। পরে পরীমনি ও তার সহযোগীকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনসিদ্ধ পদ্ধতিতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার বাসা থেকে বিপুল মাদক উদ্ধার করা হয়, যা একটি লাইসেন্সে কাভার করে না। পাশাপাশি তার বাসায় লাইসেন্সের একটি কপি পেয়েছি। তবে তা আইনসিদ্ধ নয় এবং মেয়াদোত্তীর্ণ ছিল।’

র‌্যাব মুখপাত্র আরও বলেন, ‘পরীমনি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। ভয়ঙ্কর মাদক এলএসডি এবং আইসও সেবন করতেন তিনি। তার বাসায় একটি মিনি বারও রয়েছে। তিনি বাসায় নিয়মিত মদের পার্টি করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমনির বাসায় এসব মাদক সাপ্লাই (সরবরাহ) করতেন।’

এদিকে পরীমনি ও তার সহযোগীকে বিকালে র‌্যাব সদরদপ্তর থেকে বনানী থানায় নেওয়া হয়। সেখানে মাদক আইনে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা করে।

ঢাকাটাইমস/০৫আগস্ট/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :