মোহাম্মদপুরে দুই মাদক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২১, ২০:২৯

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ১১ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-২ এর সহকারী পরিচালক মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন-মো. বাবুল মোল্লা এবং মো. সোহাগ ওরফে সুন্দরী সোহাগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-২ এর একটি দল জানতে পারে যে, মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় কিছু মাদক চোরাকারবারি চক্রের সদস্যরা অবৈধ মাদক ফেন্সিডিল নিজেদের কাছে কেনা-বেচা জন্য অবস্থান করছে। এমন খবরে বুধবার রাত পৌনে ১১টার দিকে র‌্যাব-২ এর একটি দল মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. বাবুল মোল্লা এবং মো. সোহাগ ওরফে সুন্দরী সোহাগ নামে দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

র‌্যাবের দাবি, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করতো। পরে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে সেগুলো বিক্রি করতো। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/০৫আগস্ট/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :