ঠাকুরগাঁওয়ে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

প্রকাশ | ০৫ আগস্ট ২০২১, ২০:৩৯

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের কুজিশহর (কবিরাজপাড়া) গ্রামে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন মহলের পক্ষ থেকে নগদ টাকা, চাল ও কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন সরজমিনে ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্তদের নগদ টাকা, চাল ও কম্বল সহায়তা দেন।

দুপুরে রুহিয়া থানা আওয়ামী লীগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লবসহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু প্রমুখ।

বিকালে রুহিয়া থানার পক্ষ থেকে চাল, ডাল, আলু, তেল ও শুকনো খাবার সহায়তা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

মঙ্গলবার রাতে আগুনে ১ নম্বর রুহিয়া ইউনিয়নের কুজিশহর (কবিরাজপাড়া) গ্রামে বইজুল ইসলামের ছেলে কৃষক মাজেদুল ইসলাম, রাশিদুল ইসলাম, রবিউল ইসলাম ও সাদেকুল ইসলামের বসতঘর ভস্মিভূত হয়।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এসএ/কেএম)